Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি মার্কেটিং বিভাগের ৩৭ বছর পূর্তি উদযাপন


১ জুলাই ২০১৮ ২১:৩৪

।। রাবি করেসপন্ডেন্ট ।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মার্কেটিং বিভাগের ৩৭তম বর্ষপূর্তি ও বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত হয়েছে। ‘ক্রেতাকে অগ্রাধিকার দিন, ক্রেতাকেই অগ্রগণ্য করুন’- এই প্রতিপাদ্যে সারাদেশের মতো দিবসটি উদযাপন আয়োজন করে রাবি মার্কেটিং বিভাগ।

রোববার (১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মার্কেটিং বিভাগের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, মার্কেটিংয়ের বড় কাজ হলো পণ্য ভোক্তার কাছে পৌঁছানো। কিন্তু মধ্যস্বত্বভোগী অসাধু ব্যবসায়ীদের কারণে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাই ভোক্তাদের জন্য নীতিগতভাবে কল্যাণকর উদ্যোগ গ্রহণ এখন নাগরিক দাবি। আমাদের লক্ষ্য ভোক্তাসেবা নিশ্চিতের মাধ্যমেই জাতীয় অর্থনৈতিক উন্নয়ন।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় ডিন কমপ্লেক্সে বিভাগের ৩৭তম বর্ষপূর্তি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী মন্ডল।

অধ্যাপক ড. শাহ আজম শান্তনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, বিভাগের অধ্যাপক এস এম কবীর, ড. সঞ্জীব কুমার সাহাসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর