ঢাকা: নির্ধারিত সময়ে ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা আবারও সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তারা রেজিস্ট্রেশন করতে পারবেন।
সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।