Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়সমূহকে ইরাসমাস বৃত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান ইউজিসি’র

ঢাবি করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৬:৫২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৭:৪৪

ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত ‘ইরাসমাস প্লাস ইনফরমেশন ডে’ অনুষ্ঠান।

ঢাকা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপের মর্যাদাপূর্ণ ইরাসমাস প্লাস স্কলারশিপ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ বাড়াতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

বুধবার (১২ নভেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত ‘ইরাসমাস প্লাস ইনফরমেশন ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইউজিসির উদ্যোগে আয়োজিত এই সভায় ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, যৌথ গবেষণা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা। সভাপতিত্ব করেন ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ও ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট জেসমিন পারভিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মাছুমা হাবিব বলেন, “ইরাসমাস প্লাস স্কলারশিপপ্রাপ্তদের মধ্যে বিশ্বব্যাপী বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান তৃতীয়— যা অত্যন্ত গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, এই স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি, ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র স্থাপন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার সুযোগ পাচ্ছেন। এ সময় তিনি ইইউ প্রতিনিধিদলের প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আইয়ুব ইসলাম বলেন, দেশের চাকরির বাজারে দক্ষ মানবসম্পদের ঘাটতি রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন প্রশিক্ষণ ও সহযোগিতা দিতে পারে।

ইইউর ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বলেন, ইউরোপীয় ইউনিয়ন গুণগত শিক্ষা ও সুশাসন নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ইরাসমাস প্লাস ইনফরমেশন ডে আয়োজনের মাধ্যমে বাংলাদেশের আরও বেশি শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউজিসির পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, ইউরোপীয়ান কমিশনের রিজিওনাল ম্যানেজার (এশিয়া) ড. আশিকুর রহমান, একাডেমিক এক্সপার্ট ড. জেনি লিন্ড এলমাকো, তাইওয়ান ইউ সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মার্ক চেং, ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সৌভিক রায় স্নিগ্ধ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-পরিচালক সৈয়দ রায়হান-উল-ইসলাম।

সভায় দেশের ৬০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ইউজিসি ও ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর