Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৬তম বিসিএসের আগামী দুই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে ৪৬তম বিসিএসের বুধবার ও বৃহস্পতিবারের (৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি) মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাছুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ৪৬তম বিসিএসের ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে মোট ৪ হাজার ৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৩৩৬ জন, কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন এবং উভয় ক্যাডারে ৯৬৮ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর