বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্কাউটের বার্ষিক ক্যাম্পের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বার্ষিক ক্যাম্প পরিচালক ও গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম বলেন, ‘গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় ছাত্র বিষয়ক বিভাগের কনফারেন্স রুমে রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে রোভারবৃন্দ অংশগ্রহণ করেন।’
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। দুইজন রোভার তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় অংশগ্রহণকারী ৬০ জন রোভারকে সনদপত্র বিতরণ করা হয়।
অধ্যাপক ড. মো. শহীদুল হক তার বক্তব্যে বলেন, রোভার স্কাউট একটি শিক্ষামূলক, সেবাধর্মী ও সেবার মানসিকতা তৈরি করে সুনাগরিক হিসেবে দেশ সেবার আত্মনিয়োগ করে থাকে। রোভাররা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সহযোগিতাসহ জাতীয় দিবসগুলোতে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করছে। বিশেষভাবে রোভারের গ্রুপ সম্পাদক ড. জহিরুল আলম এই সহশিক্ষা কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, প্রাক্তন রোভারগন এরইমধ্যে দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। বার্ষিক ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সক্ষমতা বাড়াতে, এসডিজি, প্রাথমিক প্রতিবিধান, উদ্ধার কাজ, জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে।
উল্লেখ্য, ২০ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপি বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রিসোর্স পারসন উক্ত ক্যাম্পে গেস্ট শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।