Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন-মেডিক্যাল বায়োকেমিস্টদের প্রতি বৈষম্যমূলক নির্দেশনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৭:১৩

মানববন্ধনে শিক্ষার্থীরা।

রাজশাহী: ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের (নন-মেডিক্যাল বায়োকেমিস্ট) প্রতি বৈষম্যমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত নির্দেশনা প্রত্যাহার ও সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাবির মেইন গেটে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিটির আয়োজন করে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে নন-মেডিক্যাল বায়োকেমিস্টরা দক্ষতার সঙ্গে ল্যাবরেটরি ডায়াগনিস্টিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ এই ধরনের নির্দেশনার মাধ্যমে তাদের পেশাগতভাবে কোণঠাসা করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক। আমরা, অবিলম্বে উক্ত নির্দেশনা সংশোধন করে নন-মেডিক্যাল ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের যথাযথ স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদফতরের প্রতি জোর দাবি জানাই।

বিজ্ঞাপন

এ সময় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘এ ধরনের ধারা জারির মাধ্যমে মাইক্রোবায়োলজিস্ট ও বায়োকেমিস্টদের মান-মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। পাশাপাশি তাদের পেশাগত দক্ষতার যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না, যা চরম অবমাননাকর। কেউ যদি তার যোগ্যতা ও দক্ষতার সঠিক স্বীকৃতি না পায়, তাহলে কাজের আগ্রহ নষ্ট হয় এবং সংশ্লিষ্ট পেশাটিও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরেই অবহেলিত এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি এই ধরনের নির্দেশনা সেই প্রবণতাকে আরও উৎসাহিত করছে। আমরা এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই ধারা বাতিল করে বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্টদের সিগনেটরি অথরিটি দেওয়ার জোর দাবি জানাই।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ফাহিম রেজা বলেন, ‘’এ মাসের ৭ তারিখে জারিকৃত থ্রি-লেভেল (টিএলসি) ল্যাবের জন্য জরুরি নির্দেশনার ৫ নম্বর ইস্যুতে বলা হয়েছে ‘রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকদেরকে বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে’। এই নির্দেশনা নন-মেডিক্যাল ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের পেশাগত মর্যাদা ও অধিকারকে সরাসরি অস্বীকার করে।’’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় নানা ত্রুটি রয়েছে। তার মধ্যে যদি ডায়াগনস্টিক সেবায় নিয়োজিত দক্ষ পেশাজীবীদের সাইনিং অথরিটি কেড়ে নেওয়া হয়, তাহলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিদ্যমান সিন্ডিকেট আরও শক্তিশালী হবে।’

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান ও বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।

বিজ্ঞাপন

রাতে ১১ দলের জরুরি সংবাদ সম্মেলন
১৫ জানুয়ারি ২০২৬ ১৬:৩৬

আরো

সম্পর্কিত খবর