ঢাকা: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়।
বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রথম দিন ২১ এপ্রিল বাংলা (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ইংরেজি ও তথ্য প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা পরিচালনার জন্য বোর্ড থেকে ১৪ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-
প্রবেশ সময়: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।
প্রবেশপত্র বিতরণ: পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হবে।
অন্যান্য নিয়ম: পূর্বের নিয়ম অনুযায়ী সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন কেন্দ্রে নেওয়া নিষিদ্ধ।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসেবে এ বছরের পরীক্ষা গতবারের তুলনায় ১১ দিন পিছিয়ে ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে।
সাধারণত ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, গত কয়েক বছর ধরে করোনা পরিস্থিতি ও নতুন কারিকুলাম সমন্বয়ের কারণে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে।