Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৯:১৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৯:৫০

এসএসসি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়।

‎‎বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রথম দিন ২১ এপ্রিল বাংলা (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ইংরেজি ও তথ্য প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‎পরীক্ষা পরিচালনার জন্য বোর্ড থেকে ১৪ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-

বিজ্ঞাপন

‎প্রবেশ সময়: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।

প্রবেশপত্র বিতরণ: পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হবে।

‎অন্যান্য নিয়ম: পূর্বের নিয়ম অনুযায়ী সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন কেন্দ্রে নেওয়া নিষিদ্ধ।

‎উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসেবে এ বছরের পরীক্ষা গতবারের তুলনায় ১১ দিন পিছিয়ে ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে।

‎সাধারণত ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, গত কয়েক বছর ধরে করোনা পরিস্থিতি ও নতুন কারিকুলাম সমন্বয়ের কারণে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে।

‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর