ঢাবি: ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলার সময় সায়েন্সল্যাব মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণে তিনি এসব কথা বলেন।
ঢাবি বাস ভাঙচুরের ঘটনায় তিন দফা দাবিতে ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ অবরোধ করেন লেদার ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে- বাসে হামলা ও শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় ঢাকা কলেজ প্রশাসনকে ক্ষমা চাওয়া, শিক্ষার্থীদের বাস রুট পিলখানার অভ্যন্তরে যাতায়াতের ব্যবস্থা করা, লেদার হোস্টেলের খাবারের মানোন্নয়নসহ উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন করা।
শিক্ষার্থীরা ‘ব্লকেডের নামে সন্ত্রাসী চলবে না, শিক্ষার নামে সন্ত্রাসী চলবে না, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
পরে উপাচার্য নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, লেদার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ কামরুজ্জামান গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে জহুরুল হক হল ছাত্রসংসদের সাধারণ সম্পাদক খালিদ হাসান, তোফাজ্জল হোসেন তুষার দাবিদাওয়া উপস্থাপন করেন।
এ সময় উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ‘এ ঘটনায় যাবতীয় ফুটেজ সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে, এছাড়া কোষাধ্যক্ষের সঙ্গে আলোচনা করে লেদার হোস্টেলের যাবতীয় সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। এরপর শিক্ষার্থীরা অবরোধস্থল ত্যাগ করেন।’