Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়

সারাবাংলা ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬ ২৩:৪৭

ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে ‘দি আর্ট অব কোয়ালিটি টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ ইন টেক্সটাইল’ শীর্ষক সেমিনার।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সেমিনারের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক এবং সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. এম. এ. বারিক।

জাপানের শিক্ষকতা ও গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরে ড. বারিক বলেন, গবেষণার প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে। আর্থিকভাবে কতটুকু লাভবান হওয়া যাবে সেদিকে নয়, বরং পেশাগত উৎকর্ষ-সাধনের শিক্ষকদের গবেষণায় গুরুত্ব দিতে হবে। বেসিক রিসার্চ এভয়েড করার কোনো উপায় নেই। ভবিষ্যতে আইএসইউর শিক্ষকদের জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ লাভ কিংবা উচ্চতর ডিগ্রি অর্জনের আগ্রহ থাকলে, সে বিষয়ে আইএসইউ-এর শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় তিনি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে এ সেমিনারে অংশগ্রহণ করেন- ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, সেমিনারের প্রধান সমন্বয়ক প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন আইএসইউর জনসংযোগ বিভাগের বিভাগীয় প্রধান রাইসুল হক চৌধুরী।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর