Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডেন কলেজ নারী শিক্ষার অগ্রদূত: অধ্যাপক ইলিয়াস

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৯:১৪

বক্তব্য দিচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস

ঢাকা: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেছেন, সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইডেন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অগ্রণী ভূমিকা করছে। আজ যে-সব শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে, তাদের অনেক আকাঙ্ক্ষা এই ইডেন কলেজ নিয়ে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ইডেন মহিলা কলেজ অডিটোরিয়ামে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ বিভাগের পক্ষ থেকে ২০২৪-২৫ সেশনের অনার্স ১ম বর্ষের ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইলিয়াস বলেন, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ ঢাকায় নারী শিক্ষার অগ্রদূত। তাদের সেই ঐতিহ্য কখনও হারিয়ে যাক আমরা তা চাইনা। আমি বিশ্বাস করি প্রত্যেকটা কলেজের সংগঠনগুলো নবীন শিক্ষার্থীদের সাদরে গ্রহণ করে নেবে।

বিজ্ঞাপন

সামনে অনাগত দিনগুলো ছাত্রীদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমরা সহকর্মী ও শিক্ষার্থীরা যেভাবে তোমাদের গ্রহণ করে নিয়েছি তাতে আমি মনে করি, তোমরা সুষ্ঠুভাবে পড়াশোনা সম্পন্ন করবে। শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের আচরণগত পরিবর্তন। তোমরা নিয়মিত ক্লাসে আসলে সেটি সম্ভব। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন নবীনদের গ্রহণ করে নেয় সে জন্য আমরা ভূমিকা পালন করবো।

বিশেষ অতিথির বক্তব্যে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামিম আরা বেগম বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া অনেক জ্ঞানী মানুষ আছেন। প্রতিষ্ঠানে ভর্তি না হয়েও শিক্ষা অর্জন করা যায়। তারপরেও আমরা প্রতিষ্ঠানে ভর্তি হই কেন হই? প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা আলাদা মূল্য আছে।’

প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি বাস্তব জীবনে উন্নত জীবন যাপন করতে চাই তখন আমাদের সার্টিফিকেট প্রয়োজন হয়। সেই সার্টিফিকেটের জন্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা। কলেজে ভর্তি হওয়ায় তুমি সংবেদনশীল হবে, পরমত সহিষ্ণু হবে, ধৈর্যশীল হবে, তোমার আচরণ ব্যাপক পরিবর্তন আসবে। ইডেন কলেজে যে সব শিক্ষার্থী ভর্তি হয়েছ তারা জীবনের অন্যতম একটি জায়গা পেয়েছ। অনেক শিক্ষার্থী আছেন যারা বিশেষ করে চায় যে একটি নারী বান্ধব পরিবেশে পড়াশোনা করতে চায়, এসব শিক্ষার্থী যারা ভর্তি হয়েছ তারা অনেক খুশি।’

নবীন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের উপায় জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে ইডেন কলেজ অন্যতম একটি নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান। তোমাদের শুধু পড়াশোনা করলেই চলবে না। ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। এখান থেকে অনেক মনীষী বের হয়েছে। শিক্ষার পাশাপাশি তোমার যেখানে ভালো লাগে সেখানে তুমি তোমার প্রতিভা বিকাশ ঘটাতে পারবে।’

ইডেন মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম বলেন, ‘তোমরা এসেছ, আমাদের প্রতিষ্ঠান আলোকিত হয়েছে তোমাদের পদচারণায়। তোমরা যথার্থ শিক্ষার মাধ্যমে এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে। তোমরা নবীনরা প্রজাপতির মতো ঘুরে বেড়াবে।’

নবীন বরণ অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী সাদিয়া বলেন, ‘কীভাবে ভিন্ন মত কে সহ্য করে এক সঙ্গে চলতে হয়। এই কলেজের সব তোমাদের সাফল্যে স্মৃতি হয়ে থাকবে। তোমার হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।’

আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করে নবীন শিক্ষার্থী তাসরিন বলেন, ‘আজকের দিন সত্যিই আমাদের জন্য খুবই আনন্দের। এই দিনটির জন্য আমরা জীবনের এতগুলো সময় অপেক্ষা করেছি। প্রথমে ভেবে ছিলাম কেমন হবে কিন্তু বড় আপুরা আমাদের খুব সহজভাবে আমাদের গ্রহণ করেছে। ইডেন কলেজের সুনাম ও মর্যাদা অর্জনে আমি প্রাণপণ চেষ্টা করে যাব।’

সমাপনী বক্তব্যে ইডেন মহিলা কলেজ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি নিপা আক্তার বলেন, সামাজিক সংগঠনে শিক্ষার্থীদের আকৃষ্ট করাই আমাদের সংগঠনের লক্ষ্য। নারীদের আত্মমর্যাদা অর্জনে ভূমিকা রেখেছে ইডেন মহিলা কলেজ। সামাজিক ও জাতীয় আন্দোলন, ভাষা আন্দোলন থেকে ৭১ ও ২৪- এর অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছে এই কলেজ। ৭১ ও ২৪ কে ধারণ করে তরুণদের সমৃদ্ধিশালী দেশ গড়ায় এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক মাসুমা ইসলাম, ইডেন মহিলা কলেজ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর