Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ বৃত্তির তালিকা প্রকাশে গড়িমসি, জকসু নেতার আল্টিমেটাম

জবি করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯

জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

জবি: বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ নিয়ে প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। এ বিষয়ে প্রশাসনকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অবস্থান কর্মসূচির আল্টিমেটাম দিয়েছেন জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

বুধবার (২১ জানুয়ারি) ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা জানান।

মোস্তাফিজুর রহমান জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জকসুর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে প্রশাসন এই সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে জকসুকে অবহিত করে। বৈঠক শেষে সাংবাদিকদের মাধ্যমেও জকসু প্রতিনিধিরা শিক্ষার্থীদের কাছে সেই তথ্য তুলে ধরেন।’

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে মোস্তাফিজুর রহমান জানান, বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করার দায়িত্ব প্রশাসনের। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমরা সেই দাবি আদায় করার জন্য ভূমিকা রাখবো। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা যা জানিয়েছে, আমরা সেটাই শিক্ষার্থীদের জানিয়েছি। তবে প্রশাসন যদি প্রতিশ্রুতি অনুযায়ী তালিকা প্রকাশ না করে, সেক্ষেত্রে দায়ভার সম্পূর্ণভাবে প্রশাসনকেই নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘প্রশাসনের ঢিলেমি দেখতে দেখতে আমরা ক্লান্ত। প্রশাসনের ঘোষণা অনুযায়ী আগামীকালই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে। আর কোনো সময়ক্ষেপণ আমরা মেনে নেবো না। আমরা চেয়েছিলাম জকসু গঠনের পর আর আন্দোলনে যেতে হবে না। কিন্তু প্রশাসনের কার্যক্রম আমাদেরকে আবার আন্দোলনের পথেই ফিরিয়ে নিচ্ছে। আমরা শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি। শিক্ষার্থীদের অধিকার আদায়ে যা করতে হয়, আমরা তা করবো, ইনশাল্লাহ।’

অবস্থান কর্মসূচি সম্পর্কে তিনি জানান, জকসুর পক্ষ থেকে প্রশাসনকে আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে বিকেল ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জকসুর পক্ষ থেকে অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর