Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ২৩:৫৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।ফাইল ছবি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সম্পূরক (বিশেষ) বৃত্তির তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯–২০ থেকে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের মোট ৮ হাজার ৩৩০ জন শিক্ষার্থী সম্পূরক বৃত্তির আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন প্রকাশিত দ্বিতীয় তালিকায় আরও ১ হাজার ৯৮৯ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করেছে। এ তালিকার শিক্ষার্থীরাও পর্যায়ক্রমে বৃত্তির সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃত্তির দ্বিতীয় কিস্তিতে ২০তম ব্যাচের শিক্ষার্থীরা আবাসন বৃত্তির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর