ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্যের ভাবনা’ শীর্ষক এ সেমিনার আয়োজিত হয়েছে। এ সেমিনারে তরুণদের বিভিন্ন প্রশ্নোত্তর দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভয়েস নেটওয়ার্ক এর আয়োজনে এ সেমিনারের সভাপতিত্বে ছিলেন অধ্যাপক ড. জসীম উদ্দিন।
এ সেমিনারে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আমরা তরুণরা গণতন্ত্রের যে পথ দেখিয়েছি আপনারা সে পথে আগান। এবার তরুণ ভোটার ৪ কোটিরও বেশি। আমরা তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারি নি। তারা বেকারত্বের ঘানি টানছে।’
তিনি বিলেন, ‘বাংলাদেশে যে দলই সরকার গঠন করছে তরুণদের বেকারত্ব হ্রাস করতে ব্যার্থ হচ্ছে। আমি আগামী সরকারকে বলব ইয়োথ ল্যাব ধরণের কিছু করেন।’
তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গিয়ে কাজ করছে তাদেরকে আরেকটু প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে নিয়ে আসা যায়। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি। এখন আমরা যদি তরুণদের এআই ব্যাবহারের টেকনোলজি শিখাই তারা আগামী প্রজন্মের টেকনোলজি সম্পর্কে ধারণা পাবে। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্পর্কে ধারণা রাখতে হবে। এই গোলগুলো পূরণ করতে আমাদের দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে হবে।’
এ সময় বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ‘আমাদের দেশে যে প্রজন্মকে ভাবা হতো মোবাইল নিয়ে পড়ে থাকা ছাড়া কিছু করে না সেই প্রজন্মটিই গণঅভ্যুত্থান সফল করেছে। এ প্রজন্মের প্রতি এ দেশের সরকারের দায়িত্ব ব্যাপক।’
তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের তখনই সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে যখন এমপি মন্ত্রীরাও ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসবেন। আপনারা বিভিন্ন দলের প্রোগ্রামে যাবেন। সেখানে প্রতিনিধিদের প্রশ্ন করবেন।’
এ সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপি নেতা মাহবুব আলমসহ অনেকেই।