জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘স্টারলিংক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টারলিংক ইন্টারনেট সংযোগ স্থাপন করা সম্ভব হবে। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে কিছু প্রশাসনিক ও নীতিগত সীমাবদ্ধতার কারণে চাইলেও অনেক কাজ তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না।’
সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জকসু ভিপি বলেন, ‘জাতীয় নির্বাচনের পরপরই জকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে। কোন দিন কোন কাজ করা হবে, কোন উদ্যোগ কখন বাস্তবায়ন হবে; সবকিছুই রোডম্যাপের মাধ্যমে আগেই শিক্ষার্থীদের জানানো হবে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা থেকে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাস ট্র্যাকিং অ্যাপ চালুর জন্য গুগলের অনুমোদন নিতে হয়েছে। এ অনুমোদন পেতে আমাদের প্রায় দুই সপ্তাহ সময় লেগেছে। আজ অফিসিয়ালি আমরা গুগল থেকে অনুমোদনের মেসেজ পেয়েছি। আগামী তিন দিন ট্রায়াল হিসেবে অ্যাপটি চালু হবে। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে অ্যাপটি লঞ্চ করতে পারব।’
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, পরিবহন, আবাসন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি ও বিভিন্ন জনসমাবেশে জকসু সদস্যদের উপস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। জকসুর নেতারা এসব প্রশ্নের উত্তর দেন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
জকসুর নির্বাচিত নেতারা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উদ্যোগ এবং বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখীমুন খাতুন এবং কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান ও মেহেদী হাসান।