Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ডিইউমুনা’র ১৫ বছর পূর্তি উদযাপন

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৯

ঢাবি: ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ডিইউমুনা) তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে এক বর্ণাঢ্য ও স্মরণীয় আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে। এ আয়োজনে শিক্ষার্থী, প্রাক্তন সদস্য, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও তরুণ নেতৃত্বের প্রতিনিধিরা অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ, স্বীকৃতি প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা।

বুধবার (২৪ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠান ছিলো দুদিন ব্যাপি অনুষ্ঠিত এই আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক সিমুলেশনের। এর প্রতিপাদ্য ছিল—’Reconciling national security interests with freedom of speech amid evolving digital governance structures’.

১৫ বছর পূর্তির এই আয়োজনটি ঢাকা ইউনিভার্সিটি ডিপ্লোম্যাটিক কনক্লেভ ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় স্কিল সার্জ ৫.০ পুরস্কার বিতরণী, যেখানে অ্যাকাডেমিক উৎকর্ষ, নেতৃত্বগুণ ও দক্ষতা উন্নয়নে বিশেষ অবদানের জন্য অংশগ্রহণকারী ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

২০১১ সালে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক ও অগ্রণী মডেল ইউনাইটেড নেশনস সংগঠন হিসেবে যাত্রা শুরু করা ডিইউমুনা আজ কূটনৈতিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও তরুণদের সম্পৃক্ততায় একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটি দেশ ও আন্তর্জাতিক পরিসরে শক্ত অবস্থান গড়ে তুলেছে। দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে নিয়মিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অঞ্চলটির অন্যতম মর্যাদাপূর্ণ এমইউএন সম্মেলন আয়োজন করে আসছে ডিইউমুনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও সরকারের যুগ্ম সচিব এম. এ. আখের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. লাইলা ফার ইয়াসমিন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশ-এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যানালিস্ট সোসান সুহা। উৎসাহ ও স্বীকৃতির অংশ হিসেবে এম. এ. আখের স্কিল সার্জ পুরস্কারপ্রাপ্তদের তার দফতরে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম. এ. আখের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই জাতীয় নেতৃত্ব গঠনে ঐতিহাসিক ভূমিকা রেখে এসেছে। ডিইউমুনার মাধ্যমে সেই ঐতিহ্য আজ বৈশ্বিক অঙ্গনেও বিস্তৃত হচ্ছে।

অনুষ্ঠানের মূল বক্তব্য দেন বক্তা ও কর্পোরেট প্রশিক্ষক ড. জামাল উদ্দিন জামি। তিনি যোগাযোগ, নেতৃত্ব এবং প্রভাব বিস্তারের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্ব নিয়ে কথা বলেন, বিশেষত জটিল হয়ে ওঠা বৈশ্বিক বাস্তবতায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডিইউমুনার সভাপতি আহতাব জামিল মাহিন সংগঠনের যাত্রাপথ নিয়ে বক্তব্যে বলেন, ডিইউমুনা কেবল আয়োজন বা অর্জনের সমষ্টি নয়। এটি এমন একটি পরিসর, যেখানে শিক্ষার্থীরা নিজেদের কণ্ঠ খুঁজে পায়, গভীরভাবে চিন্তা করতে শেখে এবং বিতর্ককক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জগতে দায়িত্ববোধ বহন করে। তার ভাষায়, ডিইউমুনার পথচলা পরিচালিত হয় এই বিশ্বাসে যে ধারণা গুরুত্বপূর্ণ এবং সেগুলোর প্রভাব বাস্তব জগতে পৌঁছানো প্রয়োজন।

সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংগীতের সুরে টিএসসি মাঠে বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি অতিথিদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর