।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ ২০১৮ শুরু হয়েছে। ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ আয়োজন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
প্রতিবছর অক্টোবর মাসে ইউনেস্কো গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ পালন করে থাকে। সেই ধারাবাহিকতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গত বছর থেকে বাংলাদেশে প্রথমবারের মত এই দিবসটি পালিত হয়ে আসছে।
আজ বুধবার (২৪ অক্টোবর) বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এরপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে ক্যাম্পাস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে কেক কাটা এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফখরুল আলম, ফ্যাকাল্টি অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেসের ডিন ড. ফৌজিয়া মান্নান, ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
সারাবাংলা/জেএইচ