Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবির মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট হলেন আমিনুল


১৪ মার্চ ২০১৯ ১৪:৩৪

ক্যাম্পাস ডেস্ক।।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের নতুন সহকারী প্রভোস্ট হলেন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম।

বুধবার (১৩ মার্চ) তাকে শহীল মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। তার এই নিয়োগ আদেশ ১৩ মার্চ ২০১৯ তারিখ থেকে কার্যকর হয়।

সারাবাংলা/আরএসও/

প্রভাষক আমিনুল ইসলাম প্রভোস্ট শহীদ মুখতার ইলাহী হল