Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা, নুরের বিরোধিতা


২৩ মার্চ ২০১৯ ১৩:৫৮

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর আজীবন সদস্য করার সিদ্ধান্ত নিয়েছে ডাকসুর কার্যকরী সভা। সংখ্যাগরিষ্ঠ নেতাদের মতের ভিত্তিতে শনিবার (২৩ মার্চ) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাকসুর প্রথম কার্যকরী বৈঠকে শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি। বৈঠকে ডাকসুর কেন্দ্রীয় ২৫ নেতার মধ্যে ২৩ জন এ প্রস্তাবে সম্মতি দেন। প্রস্তাবের বিপক্ষে ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকারবলে ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি জানান, সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে প্রস্তাবটি পাস হয়েছে। বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সদস্যপদের স্বীকৃতি দেওয়া হবে।

প্রস্তাবের বিরোধিতার কারণ হিসেবে নুর বলেন, ‘এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। শিক্ষার্থীদের একটি বড় অংশের কাছে এই নির্বাচন বিতর্কিত বলে বিবেচিত হয়েছে। তাই এই প্রস্তাবের বিরোধিতা করেছি।’

অপরদিকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী বলেন, ‘গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ জনের মধ্যে ২৩ জন সম্মতি দিয়েছেন। তাই দুইজনের বিরোধিতা গ্রহণযোগ্য হয়নি।’

সারাবাংলা/কেকে/একে

 

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর