Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েটে মন্ত্রীর অপেক্ষায় আন্দোলনকারীরা, জানেন না মন্ত্রী!


২০ জুন ২০১৯ ১৩:০৩

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চলমান আন্দোলনের দাবি-দাওয়া শুনতে বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে বুয়েট ক্যাম্পাসে আসতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য সকাল থেকেই বুয়েট ক্যাফেটারিয়ার সামনে জড়ো হয়ে মন্ত্রীর অপেক্ষায় ছিলেন বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

তবে সকাল ১১টায় মন্ত্রী দীপু মনি জানান, তাকে আজকেই আসতে হবে আন্দোলনকারীরা এমনটি জানায়নি।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, ‘আমি সকালেই আসতে চেয়েছিলাম। কিন্তু বুয়েট থেকে কেউ জানায়নি কোথায় আসতে হবে, কখন আসতে হবে? আমি ওদের ডাকের অপেক্ষায় ছিলাম। এখনও আমি অপেক্ষায় আছি। ওরা আমাকে জানালে আমি অবশ্যই আসতে চেষ্টা করব।’

মন্ত্রীর এই বক্তব্যের পর আন্দোলনের মুখপাত্র হাসান সরোয়ার সৈকতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা যোগাযোগের চেষ্টা করছি, বুয়েট ছাত্রলীগের মাধ্যমেও কথা বলার চেষ্টা করছি। আমরা বেলা একটা পর্যন্ত অপেক্ষা করব, এর মধ্যে উনি না এলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাব।’

মেকানিক্যাল বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক মুন্না বলেন, আন্দোলন প্রত্যাহার করা হবে কিনা সে ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। শিক্ষামন্ত্রী যদি আমাদের দাবি মেনে নেন এবং দাবি পূরণে দ্রুত ব্যবস্থা নেন তাহলে আমরা আন্দোলন বাদ দিয়ে ক্লাসে ফিরে যাব।’

শনিবার থেকে ষোলটি দাবি নিয়ে আন্দোলন শুরু করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীরা নেমে আসে রাস্তায়। টানা পাঁচ দিন ধরে তাদের দেওয়া ভিসি ও প্রশাসনবিরোধী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীদের যেসব দাবি নিয়ে আন্দোলন করছে তার মধ্যে বুয়েট গেটের জন্য সিভিল-আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করতে হবে ও ডিজাইনের জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা আয়োজন করা ও বিতর্কিত নতুন ডিএসডাব্লিউকে (ছাত্রকল্যাণ পরিচালক) অপসারণ করে ছাত্র বান্ধব ডিএসডাব্লিউ নিয়োগ দেওয়ার দাবি অন্যতম।

সারাবাংলা/টিএস/একে

আরও পড়ুন

শনিবার থেকে ফের বুয়েট শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন
আজও বুয়েটে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা
১৬ দফা দাবিতে বুয়েট ভিসির কার্যালয়ে তালা
বুধবার ভিসির দেখা চায় বুয়েট শিক্ষার্থীরা

 

ডা. দীপু মনি বুয়েট বুয়েটে আন্দোলন শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর