Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবির নতুন উপাচার্য ড. নূরুল আলম

জাবি করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৪০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৬

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরুল আলম। তিনি এই পদে সাময়িক দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১(১) ধারা অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. নূরুল আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে, চলতি বছরের ১৭ এপ্রিল ড. নূরুল আলমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িক নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ।

সারাবাংলা/ইআ

উপাচার্য জাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর