Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ঈদে বিকাশ পেমেন্টে ৬০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

সারাবাংলা ডেস্ক
২১ মে ২০২৫ ০৮:৩৬

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী করতে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ছয় হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকমের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার।

পোশাক, জুতা, অ্যাকসেসরিস, ইলেকট্রনিক্স, ফার্নিচার, পার্সোনাল কেয়ার-এর সুপরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড থেকে শুরু করে পছন্দের রেস্টুরেন্ট খাওয়া, সুপারস্টোরে কেনাকাটায় বিকাশ পেমেন্টে বিভিন্ন কোড ব্যবহার করে ডিসকাউন্টগুলো পাওয়া যাবে ৭ জুন পর্যন্ত। পাশাপাশি, নির্দিষ্ট কিছু মার্চেন্টে পাওয়া যাচ্ছে ক্যাশব্যাক অফারও।

বিজ্ঞাপন

ঈদ উপলক্ষ্যে বিকাশের উল্লেখযোগ্য অফারগুলো–

  • ‘D2’ ও ‘D3’ কুপন কোডে সুপারস্টোরে ডিসকাউন্ট: নির্দিষ্ট সুপারস্টোরে ‘D2’ কুপন কোড যোগ করে প্রতি বার ১ হাজার ৫০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
    ‘D2’ কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট পাওয়া যাবে আগোরা, আলমাস সুপার শপ, আপন ফ্যামিলি মার্ট, ডেইলি শপিং, হালিশহর মার্ট, খুলশী মার্ট, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব, বেঙ্গল মিট, মুস্তাফা মার্ট সহ আরও বেশকিছু সুপারস্টোরে।
    এদিকে, দেশব্যাপী ‘স্বপ্ন’ সুপারস্টোরের বিভিন্ন আউটলেটে ‘D3’ কোড যোগ করে প্রতি বার এক হাজার টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।
  • ‘D1’, ‘D5’ ও ‘D9’ কোডে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে ডিসকাউন্ট: এই ঈদে পছন্দের ব্র্যান্ড শপে ‘D1’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০% হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৫ বারে সর্বোচ্চ ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা। ‘D1’ কোড ব্যবহার করে যে মার্চেন্টগুলোয় ডিসকাউন্ট পাওয়া যাবে তার তালিকা দেখে নেয়া যাবে এই লিংকে- https://www.bkash.com/campaign/eid-ul-adha-key-merchant-promocode-offer-2025। পাশাপাশি, দেশব্যাপী নানা ধরনের শপে ‘D5’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০% হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৩ বারে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন গ্রাহকরা। শপগুলোর লিস্ট দেখে নেয়া যাবে এই লিংকে –
    https://www.bkash.com/campaign/eid-ul-adha-mdt-promocode-offer-2025
    এছাড়াও, ‘সারা লাইফস্টাইল’-এর যেকোনো আউটলেটে বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘D9’ যোগ করে পাওয়া যাচ্ছে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কুপন কোড যোগ করে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা পেমেন্টে অফারটি উপভোগ করা যাচ্ছে।
  • ‘A1’ ও ‘D8’ কোডে ফুটওয়ার ব্র্যান্ডে ডিসকাউন্ট: এপেক্স-এর নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম
    দুই হাজার টাকা পেমেন্টে কুপন কোড ‘A1’ যোগ করে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। অফার চলাকালীন ১০০ টাকা করে ২ বারে মিলবে এই ডিসকাউন্ট।
    এদিকে, ফুটওয়ার ব্র‌্যান্ড ‘ওয়াকার’-এর নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘D8’ যোগ করে পাওয়া যাচ্ছে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ৫% করে ২০০ টাকা পর্যন্ত ২ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৫ বারে মিলবে এই ডিসকাউন্ট।
  • ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স: র‍্যাংগ্‌স ইলেকট্রনিক্স, ইলেক্ট্রো মার্ট, সিঙ্গার, ভিভো ব্র্যান্ড শপ, স্টার টেক, রায়ান্স কম্পিউটার্স, মিনিস্টার, এসকোয়্যার ইলেকট্রনিক্স, হাইসেন্স সহ আরও বেশকিছু ইলেকট্রনিক্স আউটলেটে ন্যূনতম ৩০ হাজার টাকা বা বেশি পেমেন্টে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফার চলাকালীন ১ বার এই ক্যাশব্যাক উপভোগ করা যাবে।
    এদিকে এই ঈদে ‘ওয়ালটন’ ও ‘ভিশন’ আউটলেট থেকে যেকোনো ইলেকট্রনিক্স ও গ্যাজেট কেনাকাটায় ন্যূনতম ১০হাজার টাকা বা তার বেশি বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
  • ফার্নিচার: ব্রাদার্স ফার্নিচার, হাই-টেক ফার্নিচার, নাভানা ফার্নিচার ও অটবি-তে ন্যূনতম ৩০ হাজার টাকা বা বেশি পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফার চলাকালীন ১ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
  • অনলাইন শপিং: অনলাইন মার্কেটপ্লেস দারাজ-এ কেনাকাটায় ন্যূনতম ৩৯৯ টাকা বিকাশ পেমেন্ট করে গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার, যা তারা ব্যবহার করতে পারবেন ৫টি পৃথক অর্ডারের ক্ষেত্রে। প্রতি অর্ডারে সর্বোচ্চ ১০০ টাকা করে ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে।
    এছাড়াও, পছন্দের রেস্টুরেন্ট, কফিশপ, এবং সুইটস ও বেকারিতে যথাক্রমে ‘D4’, ‘D6’ ও ‘D7’ কোড ব্যবহার করে মিলবে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

এই ঈদুল আজহায় বিকাশ পেমেন্টে কেনাকাটার সব ডিসকাউন্ট ও পেমেন্ট অফারগুলো একসাথে দেখে নেয়া যাবে এই লিংকে- https://www.bkash.com/campaign/eid-ul-adha-payment-campaign-2025

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ঈদ অফার বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর