Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৭:৩১ | আপডেট: ২ জুন ২০২৫ ২১:২৩

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘কর পরিপালন সহজ করার জন্য লিস্টেড কোম্পানি সমূহের ক্ষেত্রে ২ দশমিক ৫ শতাংশ কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করে আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সব প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে।’’

এছাড়া পুঁজিবাজারে মধ্যস্থতাকারী (intermediary) হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকসমূহ তফসিলি ব্যাংক নয় বিধায় মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭ দশমিক ৫ হতে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

জাহানারার পাশে মাশরাফি
৮ নভেম্বর ২০২৫ ০১:৩৮

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো