Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৬:২৮

ঢাকা: একদিনের পতনের পর আবারও উত্থানে ফিরে এসেছে শেয়ারবাজার। এর আগে টানা পাঁচ দিন শেয়ারবাজারে সূচক বেড়েছিল। ব্যাংক হলিডের ছুটির পর দিন লেনদেন শুরু হলে আগের দিনের ধারাবাহিকতা ফিরে আসে শেয়ারবাজার।

বুধবার (২ জুলাই) বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬৫ পয়েন্টে। যা সোমবার ১ পয়েন্ট কমেছিল। এর আগে টানা ৫ কার্যদিবস উত্থানের মধ্যে রোববার ৭ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৬৫ পয়েন্ট, বুধবার ৫০ পয়েন্ট, মঙ্গলবার ২৩ পয়েন্ট ও সোমবার ১৭ পয়েন্ট বেড়েছিল।

বুধবার ডিএসইতে ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৪ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৮ লাখ টাকার। অর্থাৎ ডিএসইতে আগের দিনের চেয়ে ৩ শতাংশ লেনদেন বেড়েছে।

বিজ্ঞাপন

ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৭টির। অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৬৯ দশমিক ৭৭ শতাংশের দর বেড়েছে। আর দর কমেছে ৬৯টির। অর্থাৎ দিনটিতে মোট ১৭ দশমিক ৩৮ শতাংশের দর কমেছে। দর পরিবর্তন হয়নি ৫১টি বা ১২ দশকি ৮৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৪২টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। এ দিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৩২ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/এমপি

দরপতন লেনদেন শেয়ারবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর