ঢাকা: হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) রাজধানীর বাংলামোটরে অবস্থিত হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
এতে অংশ নেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রাক্তন ডীন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, ট্রাস্টি বোর্ডের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ডের সদস্য, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর আবু আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব এবং বর্তমানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, একুশে পদকপ্রাপ্ত ও জাতিসংঘ স্বীকৃত
বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ; সাবেক সিনিয়র জেলা জজ আবুল হোসেন খন্দকার এবং মাওলানা মো. আবদুল মুনায়েম।
সভায় আরও উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং এন্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন, পরিচালক (উৎপাদন) বশির আহাম্মদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মঞ্জুরুল আলম, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম এফ সি এ, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন মো. আবদুল মজিদ, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল এন্ড প্রটোকল (অ.দা.) মিজানুর রহমান, উপ- পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী এবং সহকারী পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকীম আবু ইউছুফ আব্দুল হক।
সভায় নবনিযুক্ত প্রশাসক মো. নুর-ই-আলমকে ফুল দিয়ে শুভেছা জানানো হয়।
এ সময় হামদর্দ প্রস্তুতকৃত নতুন পণ্য লবঙ্গ তেল সমৃদ্ধ এন্টিসেপটিক মাউথওয়াশ
“ক্লোভগার্ড”-এর মোড়ক উন্মোচন করা হয়। পণ্যটি মুখের স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক ও কার্যকর সমাধান হিসেবে বাজারে আসছে। যা হামদর্দের উদ্ভাবনী স্বাস্থ্যসেবার ধারাকে আরও সমৃদ্ধ করবে।
সভায় হামদর্দের ভবিষ্যৎ অগ্রযাত্রা ও মানবসেবামূলক কাজের মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।