Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও কনফিডেন্স সিমেন্টের রাইট বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১১:৫১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৩:২৩

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর আবেদন পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছিল কোম্পানি কর্তৃপক্ষ। তবে এবারও তা বাতিল করেছে বিএসইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলন করতে চেয়েছিল। ওই আবেদন বিএসইসি বাতিল করার পর গত ১৫ জুলাই পুনর্বিবেচনার জন্য কমিশনে চিঠি দেয় কোম্পানিটি। তবে এবারও রাইট ইস্যুর আবেদন বাতিল হয়েছে।

বিএসইসি জানিয়েছে, বাতিল হওয়া রাইট ইস্যুর আবেদন পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর