Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে দেড় ঘণ্টায় ২৭১ শেয়ারের দরবৃদ্ধি, লেনদেন ৪৩৩ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১২:১৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৪:২৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। সকালে লেনদেন শুরুর দেড় ঘণ্টায় ২৭১ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৬ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১১৯৭ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ২১৩৬ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

এ সময়ে ডিএসইতে মোট ৪৩৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ কোম্পানির শেয়ারদর।

সারাবাংলা/একে/এমপি

দরবৃদ্ধি পুঁজিবাজার লেনদেন শেয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর