ঢাকা: দীর্ঘ প্রায় ১৩ মাস পর দেশের প্রধান পুঁজিবাজারে সর্বোচ্চ ১ হাজার ৩০০ কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেনে বড় উত্থানের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ মূল্য সূচকও বেড়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১১ আগস্ট ১৩শ’ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছিল।
বুধবার (০৩ সেপ্টেম্বর) ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩২ পয়েন্টে। যা আগের দিন ৩৭ পয়েন্ট বেড়েছিল। এদিন ডিএসই-তে ১ হাজার ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৪টি বা ৪৬.৪৬ শতাংশের। আর দর কমেছে ১৬৫টির বা ৪১.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টির বা ১১.৮৭ শতাংশের।
অপরদিকে সিএসই-তে বুধবার ২১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২৩ পয়েন্টে।
আগেরদিন সিএসই-তে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়েছিল।