Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন আরও কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৫:২৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৬:৪২

ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই)। ছবি: সংগৃহীত

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। আগের দিনের বড় পতনের পর ব্যাংক ও বিমা খাতের ওপর ভর করে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। এই দিনে তালিকাভুক্ত মোট ১৫৪ কোম্পানির দর বেড়েছে। তবে টাকার অঙ্কে লেনদেন সামান্য কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকালে সূচক ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও এক পর্যায়ে তা ৩০ পয়েন্ট পর্যন্ত কমে যায়। তবে দিনশেষে বিমা ও ব্যাংক খাতের ঊর্ধ্বগতির কারণে সূচকে সামান্য উত্থান ঘটে। দিনশেষে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৯ পয়েন্টে।

বিজ্ঞাপন

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ১,০৮৬ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১,৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৪৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৮৭ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকার চেয়ে কম।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির, কমেছে ১৭৯টির, এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানিগুলো হলো: সামিট পোর্ট এলায়েন্স, প্রগতি লাইফ, ডমিনেজ স্টিল, সিভিও পেট্রোকেমিক্যাল, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রূপালী লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন ও সিমটেক্স।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর