ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউজের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো— আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেড ও মাহিদ সিকিউরিটিজ লিমিটেড।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই বলেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০–এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়, আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক নম্বর–২৬৩ বাতিল করা হয়েছে বিধিমালার ৩(২)(গ) ধারা লঙ্ঘনের কারণে। বিধি অনুযায়ী, ব্রোকারেজ হাউজের পরিশোধিত মূলধন কমপক্ষে ৫ কোটি টাকা হতে হবে এবং কোনো অবস্থাতেই ইকুইটি মূলধন প্রাথমিক মূলধনের ৭৫ শতাংশের নিচে নামতে পারবে না।
অন্যদিকে, মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক নম্বর–২৭৩ বাতিল করা হয়েছে একই বিধিমালার ৭(১) ধারা ভঙ্গের কারণে। প্রতিষ্ঠানটি এখনো কোনো ট্রেডিং কার্যক্রম শুরু করতে পারেনি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রয়োজনীয় স্টক–ডিলার ও স্টক–ব্রোকার নিবন্ধন সনদ সংগ্রহে ব্যর্থ হয়েছে। বিধিমালা অনুযায়ী, ট্রেক লাইসেন্স পাওয়ার এক বছরের মধ্যে স্টক–ব্রোকার নিবন্ধন সনদ সংগ্রহ ও ছয় মাসের মধ্যে ট্রেডিং কার্যক্রম শুরু করা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আল হারামাইন সিকিউরিটিজের বিনিয়োগকারী ও ক্লায়েন্টদের নিজ নিজ হিসাব পর্যালোচনা করে অসম্পন্ন নিষ্পত্তি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। তহবিল বা সিকিউরিটিজ নিষ্পত্তি সংক্রান্ত যেকোনো অভিযোগ ১৩ নভেম্বর ২০২৫–এর মধ্যে লিখিতভাবে জমা দিতে হবে। একই সময়সীমা প্রযোজ্য মাহিদ সিকিউরিটিজের বিরুদ্ধেও।
লিখিত অভিযোগ ও প্রমাণপত্র পাঠাতে হবে নিম্ন ঠিকানায়—
চিফ রেগুলেটরি অফিসার, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার, লেভেল–০৩, প্লট–৪৬, রোড–২১, নিকুঞ্জ–২, ঢাকা–১২২৯।