Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ মাসের মধ্যে পুঁজিবাজারে সবচেয়ে কম লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৬:৪২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের একদিনের উত্থানের পর ফের বড় ধরনের পতন ঘটেছে। শুধু দরপতনই নয়, দিনের লেনদেনও নেমে গেছে তিনশ কোটি টাকার নিচে— যা গত ৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ১৫ জুন সর্বশেষ ৩০০ কোটির নিচে লেনদেন হয়েছিল।

বুধবার (১২ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ পয়েন্টে, যা গত ২৫ জুনের পর সর্বনিম্ন। ওইদিন সূচকটি ছিল ৪ হাজার ৭৬৮ পয়েন্টে। অর্থাৎ, সূচকটি সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

এর আগে টানা সাত কার্যদিবসের (২-১০ নভেম্বর) পতনের পর সোমবার সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও (৩৯ পয়েন্ট উত্থান), সামগ্রিকভাবে ৭ কার্যদিবসে সূচকটি কমেছে মোট ২৬১ পয়েন্ট।

বিজ্ঞাপন

বুধবার ডিএসইতে ২৯০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। সূচক ও লেনদেনের এ ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা হতাশা প্রকাশ করেছেন।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ৫৩টির (১৩.৬৬%) দর বেড়েছে, ৩০১টির (৭৭.৫৮%) দর কমেছে, আর ৩৪টির (৮.৭৬%) দর অপরিবর্তিত ছিল।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সেখানে ১৬৫ কোম্পানির মধ্যে ২৮টির দর বেড়েছে, ১২৩টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত ছিল। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৬২০ পয়েন্টে।

এর আগের দিন সিএসইতে ২৬ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছিল, সূচক কমেছিল ৫ পয়েন্ট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর