Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

সারাবাংলা ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫২

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুমিরায় জিপিএইচ ইস্পাত প্ল্যান্টে ‘জিপিএইচ শাইনিং স্টারস রিকগ্নিশন-২০২৫’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘নিজের মেধা কাজে লাগাতে হবে। বিদেশে পাড়ি না জমিয়ে বরং এই সম্ভাবনাময় দেশের ঋণ শোধ করতে হবে। জিপিএইচ ইস্পাত গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করছে। শিক্ষার্থীদের গুণমানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে এবং সামগ্রিক জীবন চর্চায় সেটা অব্যাহত রাখতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জিপিএইচ’র ফিউচার লিডার সায়হাম সাদিক পিয়াল কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে সনদ ও উপহার তুলে দেন।

এতে অভিভাবকদের পক্ষে মো. নাছির উদ্দিন, শিক্ষকদের পক্ষে বগাচতর নূরীয়া গনিউল উলুম ফাজিল মাদরাসার জয়নাল আবেদীন ভূঁইয়া, বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের রাজীব সাহা এবং মাদরাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়ার আবু বকর বক্তব্য দেন।

এছাড়া, শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি তুলে ধরেন বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের প্রীতি রানী শীল এবং মাদ্রাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়ার সানজিদুল ইসলাম তানিশা।