Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৮:০৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৪

ঢাকা: পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর–৪১)-এর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গঠিত কমিটিকে শর্তসাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির উপপরিচালক শাহরিয়ার পারভেজ, সহকারী পরিচালক কুলসুম আক্তার এবং সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম।

সূত্র জানায়, হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এর ট্রেক (সনদ) বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ ও সার্বিক যাচাইয়ের জন্য এ তদন্ত পরিচালনা করা হচ্ছে। এ সংক্রান্ত তদন্তের আদেশ সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা হয়েছে। আদেশের কপি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিএসইসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্রোকারেজ হাউজটির সার্বিক কার্যক্রমে কোনো ধরনের আইন লঙ্ঘন বা অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে কমিশন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

বিএসইসি মনে করে, পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদন্ত অত্যন্ত জরুরি। এ কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭ক এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১২(৩) অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যেসব বিষয় তদন্ত করা হবে

  • ব্রোকারেজ হাউজটির সার্বিক আর্থিক ও প্রশাসনিক অবস্থা

  • সিকিউরিটিজ আইন ও বিধিমালা যথাযথভাবে পরিপালন করা হয়েছে কি না

  • ট্রেক সার্টিফিকেট বাতিলের উপযোগী কোনো কারণ রয়েছে কি না

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে ব্রোকারেজ হাউজগুলোর আর্থিক স্বচ্ছতা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিতে বিএসইসি নজরদারি জোরদার করেছে। অনিয়মের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না—এমন অবস্থানেই কমিশন এ ধরনের তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর