Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স নবায়ন ফি বেড়ে দ্বিগুণ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ২১:২০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২২:৫৭

ঢাকা: দেশের খুচরা বাজারে ডলারসহ বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স (সনদ) নবায়ন ফি ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। যা আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

সোমবার (১২ জানুয়‌রি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, এতদিন লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের প্রতি বছর অফেরতযোগ্য নবায়ন ফি হিসেবে ৫ হাজার টাকা পরিশোধ করতে হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, এই ফি দ্বিগুণ হয়ে ১০ হাজার টাকা হবে এবং তা কার্যকর হবে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে।

তবে লাইসেন্স নবায়নের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মানি চেঞ্জাররা বিদেশে ভ্রমণকারী ও প্রবাসী আয় লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কাঠামোর আওতায় নিয়ন্ত্রিত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর