Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ৮ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ২১:৪০

ঢাকা: বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ফের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে এ ডলার কেনা হয়। এ ক্ষেত্রে কাট–অব হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ৮ কোটি ১০ লাখ (৮১ মিলিয়ন) ডলার কেনা হ‌য়ে‌ছে। ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে এসব ডলার কেনা হয়।

চলতি জানুয়ারি মাসের প্রথম ১২ দিনেই নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ৭০ কোটি (৭০০ মিলিয়ন) ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

এ নিয়ে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ৩৮৩ কোটি ডলার বাণিজ্যিক ব্যাংক থেকে কিনেছে।

বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে চলতি বছরের জুলাই মাস থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক।

বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখা—সরবরাহ চাহিদার চেয়ে বেশি হলে ডলারের দাম কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দাম বাড়ার সুযোগ রাখা।

ব্যাংকাররা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। সরকারের বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ দায় কমে আসায় বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পেয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা ও বিনিয়োগ দুর্বল থাকায়—মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, যা ডলারের ওপর চাপ আরও কমিয়েছে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর