ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে জাতীয় সঞ্চয়পত্র বিক্রি বাড়তির দিকে থাকলেও পঞ্চম মাস নভেম্বরে এসে সেই ধারা থেমে গেছে। এ মাসে সঞ্চয়পত্র কেনার তুলনায় ভাঙানো হয়েছে বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের আসল ও সুদ বাবদ ২৯৩ কোটি ৪১ লাখ টাকা বেশি পরিশোধ করতে হয়েছে।
এর আগে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত টানা চার মাস সঞ্চয়পত্র বিক্রি তুলনামূলক বেশি ছিল। জুলাই মাসে বিক্রি বেশি হয় ১ হাজার ২৯৩ কোটি টাকা, আগস্টে ২৭৮ কোটি টাকা, সেপ্টেম্বরে ৩৭৩ কোটি টাকা এবং অক্টোবরে ৪২৪ কোটি টাকা।
নভেম্বরে বিক্রি কমলেও পুরো অর্থবছরের হিসাব এখনো স্বস্তিদায়ক। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) সঞ্চয়পত্র বিক্রি মোটের ওপর বেশি রয়েছে। এ সময়ে আগের আসল ও সুদ বাবদ পরিশোধের তুলনায় বিক্রি বেশি হয়েছে ২ হাজার ৭৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের অর্থবছর ২০২৪-২৫ সালের নভেম্বরেও একই ধরনের চিত্র দেখা গিয়েছিল। সে সময় সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের আসল ও সুদ বাবদ ৩ হাজার ৪৩০ কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়।
তবে পুরো ২০২৪-২৫ অর্থবছরের হিসাবে সঞ্চয়পত্র বিক্রির তুলনায় আগের আসল ও সুদ বাবদ মোট ৬ হাজার ৬৩ কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছিল।