ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি), দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, দুই দিনের সাপ্তাহিক ছুটির পর রোববার সকালে লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০০২ ও ১৯২৪ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৪০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার।
এদিন সকাল সাড়ে ১১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো : ক্রিস্টাল ইন্সুরেন্স, প্যারামাউন্ট, মেঘনা ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, এসিআই ও সেন্ট্রাল ইন্সুরেন্স।
এর আগে রোববার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ, সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করে।
সারাবাংলা/একে