Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস তারেক রহমানের

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৩:০৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪:২৬

বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।

ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। বৈঠকে তারেক রহমান পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন ও রিচার্ড ডি’ রোজারিও, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাইফুল ইসলাম, মার্চেন্ট ব্যাংকের সেক্রেটারি সুমিত পোদ্দারসহ ডিএসই-সিএসই-ডিবিএ ও মার্চেন্ট ব্যাংকের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আয়োজিত ‘পোস্ট ইলেকশন ২০২৬ হরাইজন: ইকোনমি, পলিটিক্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ শিরোনামে এক সম্মেলন শেষে বাজার সংশ্লিষ্টরা তারেক রহমানের সাথে দেখা করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিবিএ ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা পুঁজিবাজারের বিভিন্ন সমস্যা ও ভবিষৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তারেক রহমান তাদের সব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ক্ষমতায় আসলে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে আমরা সৌজন্যে সাক্ষাৎ করেছি। পুঁজিবাজারের সার্বিক বিষয়কে তার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, বিএনপি ক্ষমতায় এলে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কাজ করবেন।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর