Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী-ফেনী ও লক্ষ্মীপুরে পল্লী অবকাঠামো উন্নয়ন সুকুক নিলাম ৯ ফেব্রুয়ারি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২২:৫৮

ঢাকা: নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপিএনএফএল) বাস্তবায়নের লক্ষ্যে ৭ বছর মেয়াদি ৭ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিলাম আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

রোববার (২৫ জানুয়‌রি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থে‌কে এ সংক্রান্ত এক‌টি সার্কুলার জা‌রি ক‌রে‌ছে।

‘আইআরআইডিপিএনএফএল- আর্থ-সামাজিক উন্নয়ন সুকুক’ শীর্ষক এ সুকুকের জন্য প্রণীত প্রসপেক্টাস ও শরীয়াহ ঘোষণাপত্র বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীন গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানায়, ওই সুকুকের নিলাম আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত ইসলামিক সিকিউরিটিজ সেকশন, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হবে।

নিলামের মাধ্যমে ইজারা পদ্ধতিতে ২ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের (মুখ্য মূল্য) সুকুক ইস্যু করা হবে। এ সুকুকের মেয়াদোত্তীর্ণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ফেব্রুয়ারি ২০৩৩।

এ সুকুকে বিনিয়োগের বিপরীতে, বিনিয়োগকারীরা ৭ বছর মেয়াদে ভাড়া বাবদ মোট ১ হাজার ৬৮০ কোটি টাকা পাবেন, যা বার্ষিক ৯ দশমিক ৬০ শতাংশ হারে ষান্মাধিক ভিত্তিতে পরিশোধ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশ নিতে পারবে। পাশাপাশি দেশি-বিদেশি ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবেন।

বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতকে সুকুক ক্রয়ের জন্য ৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১২টা ৩০ মিনিটের মধ্যে বিড দাখিল করতে পারবেন। নিলামে সফল বিডারদের বরাদ্দের তথ্য নিলামের দিনই (৯ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর