Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাবিবুর রহমানের পুনর্নিয়োগে অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৬:২০

ঢাকা: স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. হাবিবুর রহমানের পুনর্নিয়োগে অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। সার্বিক পর্যালোচনার পর কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলা‌দেশ ব্যাং‌কের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থে‌কে এ তথ্য নি‌শ্চিত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. হাবিবুর রহমানকে পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদনযোগ্য নয়।

চিঠিতে উল্লেখ করা হয়, পর্যালোচনায় তার পুয়োগে সম্মতি দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায়, ব্যাংকটিকে একজন উপযুক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের নতুন প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্যাংকে শীর্ষ নির্বাহী পর্যায়ে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

রংপুরে যুবদলের ৩ নেতাকে শোকজ
২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৫৩

আরো

সম্পর্কিত খবর