Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ২০:৩৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২১:২১

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলার কেনা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে। ডলার কেনার ক্ষেত্রে কাট-অব হারও নির্ধারণ করা হয় একই দামে।

বৃহস্প‌তিবার (২৯ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চলতি জানুয়ারিতেই একাধিক দফায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২০ জানুয়ারি দুটি ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়। তারও আগে ১২ জানুয়ারি ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়। এসব ক্ষেত্রেও প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বিজ্ঞাপন

এ ছাড়া, চলতি মাসের ৬ জানুয়ারি ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে সর্বোচ্চ ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ ২৯ জানুয়ারির কেনাসহ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত) বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন বছরের (২০২৬) জানুয়ারি মাসেই এখন পর্যন্ত মোট ৭৯ কোটি ৮০ লাখ (৭৯৮ মিলিয়ন) মার্কিন ডলার কেনা হয়েছে। আর পুরো ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং রিজার্ভ ব্যবস্থাপনার অংশ হিসেবেই এসব ডলার কেনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর