বড় ধরনের দরপতন, সূচক হারিয়েছে পুঁজিবাজার
৮ এপ্রিল ২০১৯ ১৬:৫৩
ঢাকা : পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। ফলে সোমবার টানা দ্বিতীয় দিনের মতো সূচক হারিয়েছে দেশের দুই পুঁজিবাজার। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক হারিয়েছে প্রায় ৬২ পয়েন্ট। এটি চলতি বছরে একদিনে সূচকের সবচেয়ে বড় পতন। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক হারিয়েছে ১৮৭ পয়েন্ট। তবে ডিএসইতে আর্থিক ও শেয়ার লেনদেন বাড়লেও এদিন উভয় লেনদেন কমেছে সিএসইতে।
সোমবার (৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭২ পয়েন্টে নেমে আসে। এটি চলতি বছরে সূচকের সর্বনিম্ন অবস্থান।
এর আগে, গত বছরের ২৬ ডিসেম্বরের পর একদিনে সূচকের অবস্থান সর্বনিম্ন। ওইদিন ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৩৪৯ পয়েন্ট। এছাড়া সোমবার ডিএস-৩০ মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৯২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ২৪০ পয়েন্টে নেমে এসেছে।
দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানির ৮ কোটি ৪ লাখ ৮২ হাজার ৯৪৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৪৫টির, কমেছে ২৭৩টির। অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে এদিন ৪১৮ কোটি ৪৯ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪১টি কোম্পানির ৫৩ লাখ ২৮ হাজার ৫৮৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৪২টির, কমেছে ১৮০টির। অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ১৫ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৭৮ পয়েন্টে নেমে আসে।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো— ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, ইস্টার্ন কেবলস, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডাচ্-বাংলা ব্যাংক ও বিএসসিসিএল।
দাম বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ইস্টার্ন কেবলস, গ্ল্যাস্কোস্মিথ কেলাইন, এসিআই, বৃটিশ আমেরিকান টোব্যাকো, প্রাইম ১ আইসিবিএ, রেকিট বেঙ্কাইজার, এপেক্স স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, এসিআই ফরমুলেশন ও প্রিমিয়ার ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো— ডাচ্-বাংলা ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, লিগেসী ফুটওয়্যার, তাক্কাফুল ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, প্রভাতী ইন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ড ইন্স্যুরেন্স প্রভৃতি।
সারাবাংলা/জিএস/একে
আরও পড়ুন
চলতি বছর পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন
পুঁজিবাজার নিয়ে ভয়ের কোনো কারণ নেই
পুঁজিবাজারে বড় প্রতিষ্ঠানের অভাব রয়েছে: ড. মসিউর
দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও, লেনদেন কমেছে