Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনা


১৩ জুন ২০১৯ ১৬:৪১ | আপডেট: ১৩ জুন ২০১৯ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা : ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য বেশ কয়েকটি প্রণোদনা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ সব প্রণোদনার কথা উল্লেখ করেন।

পুঁজিবাজারের জন্য লভ্যাংশের ক্ষেত্রে প্রণোদনার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয়কে কর মুক্ত রাখার প্রস্তাব করছি। এ সময় তিনি, ব্যক্তি বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকার প্রস্তাব করেন। এছাড়াও প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশি-বিদেশি সব কোম্পানির শেয়ার থেকে বিদ্যমান দ্বৈতকর পরিহারের ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা অব্যহত রাখা হবে বলেও বাজেটে ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানিকে শক্তিশালী কোম্পানির মাধ্যমে আত্মীকরণ করার বিষয়ে বিবেচনা করার কথা উল্লেখ করেছেন।

তিনি বলেন, প্রয়োজনে দর কষাকষির মাধ্যমে এটি বাস্তবায়ন করা হলে পুঁজিবাজার শক্তিশালী হবে।

সারাবাংলা/জিএস/একে

অর্থমন্ত্রী পুঁজিবাজার প্রণোদনা বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর