চমক ছড়াচ্ছে পাটপণ্য, বিক্রিও ভালো
৯ জানুয়ারি ২০২০ ০৪:৫৫
ঢাকা: ব্যাগ, জুতো, মানিব্যাগ, ফাইল ব্যাগ, পেন হোল্ডার, গয়না বক্স, ঘরের ব্যবহৃত কার্পেটসহ কি না তৈরি হচ্ছে পাট থেকে। বলতে গেলে পাট থেকে এখন সবই তৈরি হয়। আর পাটের তৈরি এমনসব বাহারী জিনিসপত্র দিয়েই সাজানো হয়েছে বহুমুখী পাটপণ্যের স্টল।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) স্টলটিতে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে৷ বিক্রি খুব ভালো বলে বিক্রেতারা জানিয়েছেন। আর সংস্লিষ্টরা বলছেন, পাটের প্রতি সবার আবেগ আছে। এখন দরকার পাট পণ্য ব্যবহারের প্রতি মায়া।
মেলার মূল ফটক দিয়ে ঢুকে হাতের বাম পাশে এগোলে দেখা মিলবে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) স্টল (রিজার্ভ প্যাভিলয় আরপি-৫)। প্যাভিলিয়নে অংশ নেওয়া সোনারগাঁও জুট এন্ড ইন্ডাস্ট্রির মার্চেন্ডাইজার আরিফুল ইসলাম আফ্রি সারাবাংলাকে বলেন, আমাদের প্রতিষ্ঠান মূলত বিভিন্ন দেশে পাটপণ্য রফতানি করে থাকে। ইউরোপের বাজারে আমাদের পণ্য বেশি রফতানি হয়। মেলায় আমাদের প্রধান টার্গেট সবাই যেন অন্তত একটি পাটের ব্যাগ কিনে নেয়। আমাদের লক্ষ্য পাটের প্রতি সবার মায়া বাড়ুক। এ টার্গেটকে সামনে রেখে আমরা স্বল্পমূল্যে পাটপণ্য বিক্রি করছি।
তিনি বলেন, আমরা সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৪৫০ টাকায় ব্যাগ বিক্রি করছি। পাটের প্রতি সবার আবেগ আছে। এখন শুধু পাট পন্য ব্যবহারের প্রতি মায়া জন্মাতে হবে।
আরেকটি স্টল এ সিক্সর এর কর্মচারী সানজিয়া সারাবাংলাকে বলেন, আমরা এখানে ব্যাগ, কুশন কাভার ও ছোট খাটো জুয়েলারি প্রদর্শন ও বিক্রি করছি। দেশে আমাদের কোন আউটলেট নেই। মূলত আমরা শুধু বাইরে পণ্য রফতানি করে থাকি। এখানে আমাদের পণ্য শুধুমাত্র ক্রেতাদের দেখানোর জন্যে এনেছি।
বহুমুখী পাটপণ্যের প্যাভিলিয়নে ব্যাগ বাজারের স্টলে সর্বনিম্ন ৫০ টাকা থেকে ২ হাজার টাকায় বাহারী রঙের বিভিন্ন ধরণের ব্যাগ বিক্রি হচ্ছে। স্টলের বিক্রয়কর্মী তানজিলা সারাবাংলাকে বলেন, দর্শনার্থীরা আসছেন। অনেকেই পাটের ব্যাগও কিনে নিচ্ছেন। তবে তুলনামূলকভাবে বিক্রি কম।
পাট পণ্যের আরেকটি স্টল কারুকাজ জুট প্রডোক্টসে লেডিস ব্যাগ, ফরমাল ব্যাগ, লেডিস শো, কার্ড হোল্ডার, মানিব্যাগ ও ছেলেদের স্লিপার বিক্রি হচ্ছে। এই প্রতিষ্ঠানটির একজন উদ্যোক্তা সাবিনা জামান রুপা সারাবাংলাকে বলেন, বেচাকেনা ভালোই। মেলার প্রথম দিক হিসেবে ঠিক আছে। তিনি জানান, তাদের স্টলে ৮৫০ থেকে শুরু হয়ে ১৬০০ টাকায় ব্যাগ বিক্রি হচ্ছে। মেয়েদের জুতোর দাম সাড়ে ৫০০ টাকা থেকে শুরু হয়ে ১ হাজার টাকা। আর ছেলেদের ৫৫০ টাকা থেকে শুরু ৮৫০ টাকা।
রাহেলা জুট ক্রাফটের বিক্রয়কর্মী জান্নাতু হলি সারাবাংলাকে বলেন, বেচাকেনা মোটামুটি চলছে।বাণিজ্যমেলায় আমরা যেমন প্রত্যাশা করি সে অনুযায়ী ভিড় কম।
মেলায় আসা মগবাজারের গৃহিনী অর্পিতা সারাবাংলাকে বলেন, অনেকদিন থেকেই টুকটাক পাটপণ্য ব্যবহার করি। মেলায় আসার পর আজও এখানে এলাম। ব্যাগ, জুতো ও গয়না বক্স কিনে নিয়েছি। ধানমন্ডি থেকে আসা লিজা বলেন, আজ তেমন কেনাকাটা করার ইচ্ছে ছিল না। ঘুরতে এসেছিলাম। পছন্দ হওয়ায় একটি পাটের ব্যাগ কিনলাম।
এদিকে, পাটকল কর্পোরেশনের স্টলে পাটের হার্ডবোর্ড ও ট্রে বিক্রি হচ্ছে। হার্ডবোর্ডের দাম পড়বে ১২০ টাকা। আর ট্রে আকারভেদে দাম ২৫০ থেকে ৫০০ টাকা। এই স্টলেই বিক্রি হচ্ছে পাট থেকে তৈরি পলিথিনের ন্যায় সোনালী ব্যাগ। প্রতি পিস সোনালী ব্যাগের দাম রাখা হচ্ছে ১০ টাকা।