Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটপণ্যের মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ২২:০২ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২২:০৬

তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে প্রেস ব্রিফিং। ছবি: সারবাংলা।

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার সাথে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকছে।

সোমবার (৪নভেম্বর) তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা বলেন, ‘পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহ দিতে মেলা করা হচ্ছে। সরকার পলির বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে।

মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন।

রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রসঙ্গে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেন বলেন, ‘পাট বিষয়ে রচনা লিখতে গিয়ে প্রতিযোগিরা পাটের বিষয়ে আরও জানবে, আগ্রহী করবে। এর জন্য মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের পেইজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পাটের উৎপাদন ও পুরো সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে।’

উল্লেখ্য, বহুমুখী পাটপণ্যের প্রচার ও পরিচিত করা এবং তা ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পহেলা নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে জনগনকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এ মেলায় বিভিন্ন ধরণের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারী আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

সারাবাংলা/ইএইচটি/এসআর

জুট পাটপণ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় মেলা

বিজ্ঞাপন

যে কারণে গ্রেফতার আল্লু অর্জুন
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর