Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে মিস্টার ডিআইওয়াই’র চতুর্থ স্টোর উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৯:১৯ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২০:১৮

মিস্টার ডাইয়ের চতুর্থ স্টোর উদ্বোধন

ঢাকা: মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মিস্টার ডিআইওয়াই (MR.DIY) আনুষ্ঠানিকভাবে ধানমন্ডির সাত মসজিদ রোডে বাংলাদেশে তাদের চতুর্থ স্টোর উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন যাত্রার সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ-এর শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, ওয়্যারহাউস ম্যানেজার মো. উমার ফারুক হোসেন, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ফকরুজ্জামান, ব্রাঞ্চ ম্যানেজার মোহামাদ রিজাল, মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নাজির হোসেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির হেড অফ অপারেশনস সৈয়দ নূর আনোয়ার ফিতা কেটে মিস্টার ডাই-এর বিশ্বমানের পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের আরো ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করেন। মিস্টার ডাই বিশ্বজুড়ে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করে থেকে, যেখানে গ্রাহকরা পাবেন প্রয়োজনীয় সবকিছু এক ছাদের নিচে।

সারাবাংলা/ইএইচটি/এসআর
বিজ্ঞাপন

আরো