।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রশ্নপত্র ওলট-পালট হয়ে যাওয়ায় আগামীকাল সোমবারের উচ্চ-মাধ্যমিকের (২৩ এপ্রিল) ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ মে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, রোববার এইচএসসি’র ভূগোল প্রথম পত্রের পরীক্ষা ছিল। এদিন নেত্রকোনা জেলার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরে ভুলটি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়। এবং দ্বিতীয় পত্রের প্রশ্ন তুলে নেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার সারাবাংলাকে বলেন, নেত্রকোনার ওই ঘটনার জন্য সোমবারের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৪ মে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/জেএফ/এমএস