Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি
আরও একজনের ছুটি, ভর্তি ৩২

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৬:৫৫

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন।

ঢাকা: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে দগ্ধদের মধ্যে আরও একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা তিনি। এই ঘটনায় এখনও আইসিইউতে ভর্তি রয়েছেন ২ জন। এ নিয়ে হাসপাতালটিতে মোট ভর্তি রয়েছেন ৩২ জন।

বুধবার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

পরিচালক বলেন, ‘মঙ্গলবার আইসিইউতে ছিল তিনজন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউ’তে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ২৭ জনই শিশু। যাদের মধ্যে তিনজন ক্রিটিকাল ক্যাটাগরিতে আর তাদের চাইতে কম গুরুতর সাতজন রয়েছে সিবিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত ৩ দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্ট্যাবল রয়েছে। ঘটনার পর থেকে বুধবার পর্যন্ত এসব রোগীর একেকজনকে একাধিকবারসহ সবমিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।’

পরিচালক বলেন, ‘আজকের পর থেকে বার্ন ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ব্রিফ আর হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে।’

সারাবাংলা/এসএসআর/এমপি

আইসিইউ দগ্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর