Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইফয়েড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৪:৫১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৬:২৮

ঢাকা: টাইফয়েড প্রতিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (১২ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে টাইফয়েডের প্রকোপ বেশি এবং এর চিকিৎসা ব্যয়বহুল। এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ায় অনেক ওষুধ আর কার্যকর নয়। ফলে প্রতিবছর অনেক শিশু মারা যায়।’

তিনি আরও বলেন, ‘খাদ্য গ্রহণে সতর্কতা, নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধ করা সম্ভব। টিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে, যাতে আরও বেশি শিশু টিকা নিতে আগ্রহী হয়।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ডব্লিউএইচও টিম লিড সুধীর যোশী এবং ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ চন্দ্রশেখর সোলায়মান।

এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর