Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যসেবায় ৪০ বছর: এরিস্টোফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৮:৫৫

এরিস্টোফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫

‎ঢাকা: জকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে, দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এরিস্টোফার্মা লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫’ এবং স্বাস্থ্যসেবায় ৪০ বছরের গৌরবময় পথচলা উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

‎রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রায় সাড়ে তিন হাজার বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করেন। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এ বছর আনুষ্ঠানিকভাবে তাদের পথচলার চার দশক পূর্ণ করল।

‎সম্মেলনে এরিস্টোফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম. এ. হাসান বলেন, ‘আমরা আমাদের ৪০তম বছরে পদার্পণ করছি, কিন্তু মানবতার কল্যাণে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য আজও অপরিবর্তিত রয়েছে। এই দীর্ঘ পথচলা আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম এবং চিকিৎসক সমাজের অবিচল আস্থারই প্রতিফলন। আমরা নতুন অঙ্গীকার নিয়ে আগামীর দিকে যাত্রা শুরু করছি, যেখানে লক্ষ্য থাকবে দেশের স্বাস্থ্যখাতে আরও বড় অবদান রাখা এবং বিশ্ব বাজারে নতুন মানদণ্ড স্থাপন করা।’

‎অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষায়িত বিভাগগুলোর সম্প্রসারণের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ওষুধের চাহিদা মেটাতে যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এরিস্টোফার্মা। সভায় ২০২৫ সালের কৌশলগত লক্ষ্যমাত্রা ও বাজার অবস্থান সুসংহত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন শীর্ষ কর্মকর্তারা।

‎দিনব্যাপী এই আয়োজনে বিগত বছরে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও অসামান্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর