Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ: স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমসহ অন্যান্য অতিথিরা।

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আইন তৈরি যত কঠিন, তা মানা আরও কঠিন। এই আইন পাসের জন্য আজকের মধ্যে একটা কমিটি গঠন করা হবে। নতুন যে আইনগুলো হলো এর মধ্যে কী কী সম্পৃক্ত করলে তা আরও জোরালো হবে আপনাদের সেই মতামতটা দরকার।

তিনি আরও বলেন, আপনাদের লিখিত মতামতটা আমরা আগামীকালের মধ্যে পর্যন্ত মধ্যে পেলে সেটা কমিটির জন্য সহজ হবে। তারা এখান থেকে কিছু ইনপুট করতে পারবেন। আমি আপনাদের সবার সহযোগিতা চাই, যাতে বিধিটা খুব দ্রুত এক সপ্তাহের মধ্যে করতে পারি। তবে অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ। আমাদের সময় বিধি পাস করে যেতে পারলে অনেক সমস্যা সমাধান হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশে এমন অবস্থা যে তামাক কোম্পানির টাকায় নাকি দেশ চলে? কোম্পানিগুলো এমনটাই বুঝানোর চেষ্টা করছে। তারা প্রত্যেক উপদেষ্টার কাছে গিয়ে ধরনা ধরে তাদের কনভেন্স করার চেষ্টা করছে।

নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনে যারা তামাকের বিরুদ্ধে কমিটমেন্ট দেবে না, আমরাও ভোট দেওয়ার ব্যাপারে তাদের বিষয়ে ব্যবস্থা নেব। নির্বাচনে জয়লাভ করে তামাক ব্যবসায়ীদের নিয়ে থাকবেন, তাদের মত সব করবেন সেটা হবে না। এ ছাড়া, নাটক সিনেমায় অবাধ তামাক সেবনও প্রভাব পড়ে সমাজে। এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

সচিবালয়ে ধূমপান বন্ধ করে সেখান থেকেই ‘ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়ন করা যায় কিনা – এমন প্রশ্নের জবাবে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান বলেন, সচিবালয়ে ধূমপান কিভাবে বন্ধ করা যায় সেটি দেখা হবে। তবে ধূমপান যারা করে তারা চায় না তাদের সন্তানরাও এটা করুক। কিন্তু নিজেরা ছাড়ছে না। তামাক নিয়ন্ত্রণ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে একত্রে কাজ করতে হবে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর